চকরিয়ায় বাসে তল্লাশি ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনের ভেতর যাত্রীকে তল্লাশির মাধ্যমে উদ্ধার করা হয়েছে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় গ্রেপ্তার করা হয় ইয়াবা কারবারি এক যুবককেও।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং সেগুন বাগান এলাকায় এই অভিযান চালায় চকরিয়া থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারির নাম মোহাম্মদ আমিন (২৬)। সে টেকনাফ উপজেলার গোদারবিলের মহেশখালীয়া পাড়ার হাবিবুর রহমানের ছেলে।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব কুমার সরকার জানান- কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাসে করে ইয়াবা পাচার করছে এক কারবারি। গোপনে এই সংবাদ পেয়ে চেকপোস্ট বসিয়ে পরিচালিত অভিযানের যাত্রীবেশে থাকা মোহাম্মদ আমিনকে শরীর তল্লাশি করে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে কারবারির বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধলেখক ও সংস্কৃতিসেবীদের দাঁড়ানোর জায়গা করে দিয়েছে চট্টগ্রাম একাডেমি