চকরিয়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ, পিকআপ চালক নিহত

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে পিকআপের। এ সময় গুরুতর আহত হন পিকআপের চালক ও হেলপার। তবে হাসপাতালে নেওয়ার পথে পিকআপ চালক মারা যান। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পিকআপটির হেলপার।

গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ার কৈয়ারবিলের ইসলামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম মো. সেলিম উদ্দিন (৫০)। তিনি চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজধানী পাড়ার নজির আহমদের পুত্র। আহত হেলপারের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বাস মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ চালক ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চালক সেলিম মারা যায়। তবে যাত্রীবাহী বাসের কোন যাত্রী বড় ধরনের তেমন আঘাতপ্রাপ্ত হয়নি। এ ঘটনায় গাড়ি দুুটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ৩৫৭তম সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর ১৪ দলের সভা আজ