চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রবাহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। দুর্ঘটনার ভয়াবহতায় ওই যুবকের মাথাসহ সর্বশরীর থেঁতলে যায় সড়কেই। এতে ওইস্থানে রক্তের স্রোত বয়ে যায়।
নিহত যুবক দুবাই প্রবাসী ছিলেন। সম্প্রতি দেশে আসেন তিঁনি। কিন্ত ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হয়ে অকালেই প্রাণ ঝরে পড়ল তার। দুবাই প্রবাসী এই যুবকের মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবার, এলাকাবাসীসহ বন্ধু মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের কাছে রিংভং ছগিরশাহ্ কাটা মসজিদের সামনে এই দুর্ঘটনা সংঘটিত হয়।
নিহত দুবাই প্রবাসী যুবকের নাম শফিউল আলম আয়াজ (২৮)। তিঁনি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার মো: সেলিম উদ্দিনের বড় পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান।
তিঁনি বলেন- দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী হানিফ বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।












