কক্সবাজারের চকরিয়ায় বরফ চাপা পড়ে মোহাম্মদ কালু (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারের বরফ মিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত কালু বদরখালী ইউনিয়নের এক নম্বর ব্লকের ছৈয়দ আহমদ চৌকিদারের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বরফ মিল থেকে বরফ কাঁধে তোলার সময় অতর্কিতভাবে সেই বরফের নিচে পড়ে। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, নিহত শ্রমিকের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কঙবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।