চকরিয়ায় পুলিশ কোপানো মামলার প্রধান আসামি রাকিব অস্ত্রসহ গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চকরিয়ার বরইতলীর হাফালিয়া কাটায় রাত্রিকালীন ডিউটির সময় ডাকাত ধরতে গিয়ে পুলিশের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলার প্রধান হোতা ও মামলার প্রধান আসামি মো. রাকিবকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় লম্বা বন্দুক ও দুই রাউন্ড গুলি। বুধবার রাত দেড়টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পহরচাঁদা হাফালিয়া কাটার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাকিব ওই এলাকার রশিদ আহমদের ছেলে।

এর আগে গত মঙ্গলবার রাত ১২টার দিকে তিন পুলিশ সদস্যকে চারদিক থেকে ঘেরাও করে সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এ ঘটনায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ এবং আরো ২০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা রুজু করে। তম্মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রধান আসামি রাকিবসহ ১৬ জন গ্রেপ্তার হল।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী দৈনিক আজাদীকে বলেন, ঘটনার পর থেকে প্রধান আসামি রাকিব পলাতক ছিল। তাকে বুধবার রাতে নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের পর অস্ত্র আইনে আরেকটি মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-৮ উপনির্বাচনে জয়ী নোমান আল মাহমুদ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ট্রাক-টেক্সি মুখোমুখি সংঘর্ষে কিশোরীর মৃত্যু