চকরিয়া থানা পুলিশের ১২ ঘন্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে পরোয়ানাভুক্ত ৩৯ জন আসামিকে। তন্মধ্যে দুইজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে। এছাড়া ১৯টি জিআর মামলার ওয়ারেন্ট এবং ১৮টি সিআর মামলার ওয়ারেন্ট তামিল করা হয়েছে এই বিশেষ অভিযানে।
অপরদিকে বিশেষ অভিযানের সময় ২০০ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাইমদসহ আরো দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে এই বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের কারবার রোধে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামীকে আদালতে সোপর্দ করা হলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন বিচারক।