চকরিয়ায় পিকআপ-বাইক সংঘর্ষে দুই যুবক নিহত

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত ও একজন নারী আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর দরগাপাড়া কবরস্থানের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেনমাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার কান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে রিয়াদ উদ্দিন (৩১), তার সহপাঠী একই উপজেলার গোসারকান্দি এলাকার মো. দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)। আহত নারীর নাম অথৈ বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে মাদারীপুর থেকে কক্সবাজারে যাচ্ছিলেন তিন বাইক আরোহী। তাদের বহনকারী মোটরসাইকেলটি চকরিয়ার দরগাপাড়াস্থ কবরস্থান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ দুই মোটরসাইকেল বাইকার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তন্মধ্যে মুসা মোল্লা নামক এক বাইকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে দুইজনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ গাড়িটি পালিয়ে যায়। তবে গাড়িটি ধরার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় চিংড়ি ঘেরের দখল নিয়ে দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, নিহত ১