চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) চলন্ত একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের উভয়দিক থেকে তাৎক্ষণিক অন্য কোন যানবাহন না আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিজিবির সদস্যরা। গতকাল শুক্রবার দুপুর আনুমানিক একটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদুরে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন। তিনি বলেন, শুক্রবার দুপুর একটার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। ওই সময় বিজিবির একটি পিকআপ ভ্যান চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। এ সময় গাড়িটির সামনের কিছু অংশ জঙ্গলে ঢুকে পড়ে। তিনি বলেন, ওই মুহুর্তে মহাসড়কে বিজিবির পিক–আপের সামনে পেছনে যানবাহন চলাচল কম থাকায় বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। পরে অবশ্য চালক নিজ থেকে গাড়িটি তুলে নিয়ে গন্তব্যে চলে গেছেন। হাইওয়ে ওসি আরিফুল আমিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনায় পিক–আপ গাড়িটি অক্ষত রয়েছে এবং বিজিবির সদস্যরা নিরাপদ ছিলেন।












