আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জনসভা ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের আগমন ঘিরে চকরিয়ায় নেয়া হয়েছে ভিন্ন রকমের উদ্যোগ। জনসভা ঘিরে প্রথমবারের মত স্থায়ী মঞ্চ নির্মাণ করা হচ্ছে চকরিয়া কলেজ মাঠে। স্থায়ী এই মঞ্চটির একটি নামও দিয়েছেন সংশ্লিষ্টরা। ‘স্বাধীনতা মঞ্চ’।
জানা গেছে, ৪০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্তের এই মঞ্চের পশ্চিমপাশে স্থাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। পূর্ব পাশে রয়েছে বঙ্গবন্ধুর কিছু বক্তব্য ও দেশের লাল-সবুজাভ মানচিত্র। এসবের মধ্যে থাকছে ‘সংগ্রাম এখন শুধুই এগিয়ে চলার’ শীর্ষক বঙ্গবন্ধুর আঙুল উঁচানো ছবি। এছাড়াও মঞ্চে থাকবে জয় বাংলা শ্লোগান; ছয় দফা, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের কিছু মুহূর্তের অংশ-বিশেষ। ইতোমধ্যে মঞ্চের নির্মাণকাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কঙবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী। তিনি জানান, চকরিয়ায় বড় জনসভা করার একমাত্র স্থান কলেজ মাঠ। এই স্থানে ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছিলেন। স্থায়ী কোনো মঞ্চ না থাকায় ১৫ লাখ টাকা ব্যয়ে মঞ্চটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। মঞ্চটি ছাড়াও রোববার ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ উদ্বোধন করবেন মাহবুব উল আলম হানিফ। এদিকে মাহবুব উল আলম হানিফের আগমন ও অনুষ্ঠিতব্য দলীয় জনসভা সফল করতে ইতোমধ্যে কঙবাজারের তিন উপজেলা, চকরিয়া পৌরসভা এবং পর্যায়ক্রমে ২৫টি ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে গত বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা মঞ্চের নির্মাণকাজ পরিদর্শন করেন জাফর আলম এমপি। এ সময় তার সঙ্গে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালিদ মিলটন, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাসানুল ইসলাম আদর, এমপির ব্যক্তিগত কর্মকর্তা সালেহ আহমদ সুজন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জামাল উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।