কক্সবাজারের চকরিয়ায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী-পেশার দেড় হাজার পরিবারকে প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও মানবিক সহায়তা।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মঙ্গলবার দুপুরে পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কর্মহারা উপকারভোগী পাঁচ শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই উপহার সামগ্রী। এর আগে ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের এক হাজার পরিবারকে দেওয়া হয় মানবিক সহায়তা ও বিশেষ ভিজিএফ। এতে পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ উপস্থিত থেকে এই মানবিক সহায়তা প্রদান উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সুফিয়ান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম প্রমুখ।
উপহার সামগ্রী প্রদান উদ্বোধনের সময় কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, “করোনাসহ যেকোনো দুর্যোগের সময় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। করোনাকালীন এবারের রমজান এবং সামনের ঈদে যাতে কোনো গরীব, অসহায় দারিদ্রপীড়িত মানুষ অনাহারে না থাকেন সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক উপহার প্রদান করা হচ্ছে।”
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে প্রায় দেড় হাজার পরিবারে। যেখানে তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ রয়েছেন।”
তিনি বলেন, “এই কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা দেওয়া হবে। এছাড়াও এদিন ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে জেলা প্রশাসক মহোদয় হাজারো পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর মানবিক উপহার নগদ টাকা ও ভিজিএফ।”