চকরিয়ায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩, আহত ১২

বাস-পিকআপ-লেগুনার ত্রিমুখী সংঘর্ষে

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

পর্যটকবাহী একটি বাস ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যায়। পথিমধ্যে চকরিয়ার খুুটাখালী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী লবণবোঝাই পিকআপ ও অপর একটি যাত্রীবাহী লেগুনা গাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত হয় তিন গাড়ির অন্তত ১২ জন। তন্মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়। আহতদের মধ্যে ৬ জনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা চকরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেঙে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পর্যটকবাহী শ্যামলী পরিবহন বাসের চালক ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ইসহাক মাতব্বরের পুত্র বজলুল হক (৪০), ওই বাসের সহকারী ঢাকার ধামরাই এলাকার সেকিম আলীর পুত্র মোহাম্মদ আলাল (২৯) ও লবণ ব্যবসায়ী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার মাওলানা আহসান উল্লাহর পুত্র মাওলানা আবদুল খালেক (৪০)। আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন বাসের যাত্রী আবদুল্লাহ (২৬), নাজেম উদ্দিন (৪৯), মোহাম্মদ ফারুক (৫৫), শাহ আলম (৪০), সামজিল (১৮) ও জিয়া উদ্দিন (২৩)। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সিরাজুম মুনীর জানান, রোববার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে আনা হয়। তন্মধ্যে হাসপাতালে আনার আগেই দুজন প্রাণ হারায়। অপরজন মারা যায় হাসপাতালে আনার পর। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকী ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ওসি (ইন্সপেক্টর) মো. শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার পর পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল মহাসড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় রাতেই। এতে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরো জানান, দুর্ঘটনায় তিনজন নিহত এবং আরো ১২ জন যাত্রী আহত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনায় পতিত গাড়িগুলো।

পূর্ববর্তী নিবন্ধবাটন চাপলেই পৌঁছে যাবে সহায়তার বার্তা
পরবর্তী নিবন্ধপরীক্ষার হলে প্রসব বেদনা অতঃপর পুত্র সন্তান জন্মদান