চকরিয়ায় দুপক্ষের সংঘর্ষে এক রোহিঙ্গা নিহত

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখলে নিয়ে বসবাসরত দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার হারবাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দুর্গম মইক্কাঘোনা নামক সংরক্ষিত বনাঞ্চলের ভেতর এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গার নাম মো. ইউনুস (৪০)। সে ওই এলাকার দিল মোহাম্মদ দিলুর সন্তান পরিচয়ে বসবাস করে আসছিল। হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ দৈনিক আজাদীকে জানান, ইউনিয়নের দুর্গম মইক্কাঘোনা সংরক্ষিত বনাঞ্চলের ভেতর এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ইফতারের আগে সেখানে ইউনুসের সঙ্গে নুরুন্নবীসহ দুইজনের মধ্যে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। এ সময় নুরুন্নবীদের মারধরে ঘটনাস্থলেই প্রাণ হারায় ইউনুস। নিহত ইউনুস রোহিঙ্গা কয়েকবছর আগে সে বনভূমিতে এসে বসতি স্থাপন করে। পাশাপাশি পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বাসিন্দা নুরুন্নবীসহ হামলায় জড়িতরাও হারবাংরে মইক্কাঘোনায় কয়েকবছর ধরে বসবাস করে আসছেন।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে মারধরের সময় এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সুরতাহল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সচেতন হতে হবে
পরবর্তী নিবন্ধরমজান দান-সদকার উত্তম সময়