কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজসহ সোহেল আহমদ (৩৭) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ভেণ্ডিবাজার এলাকায় এই অভিযান চালায় র্যাব।
গতকাল রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসি ক্যাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সোহেল আহমদ চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ব সওদাগর ঘোনা গ্রামের ইদ্রিছ আহমদের ছেলে।
র্যাব জানায়, ওই স্থানে র্যাবের দলটি পৌঁছলে দ্রুত দৌঁড়ে পালানোর চেষ্টা করে সোহেল আহমদ। এ সময় তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার হেফাজতে দেশে তৈরি দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ রয়েছে।
গ্রেপ্তার সোহেল অস্ত্রধারী সন্ত্রাসী বলেও র্যাবের জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করে। র্যাব আরো জানায়, সোহেল দীর্ঘদিন ধরে চকরিয়ার চিংড়িজোনসহ এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিল।
এই বিষয়ে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে চকরিয়া থানায় মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, র্যাবের পক্ষ থেকে এই বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে।