চকরিয়ায় দুই ইট ভাটাকে লাখ টাকা জরিমানা

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:০৭ পূর্বাহ্ণ

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অনুমোদন ও পরিবেশ ছাড়পত্রহীন অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। প্রথমদিনের অভিযানে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় দুই ইট ভাটা মালিককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর মৌজায় স্থাপিত এএমবি-১ ও এএমবি-২ নামক অবৈধ ইটভাটা দুটিতে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এ সময় আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা এরশাদুল হক দৈনিক আজাদীকে জানান, উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। সেই নির্দেশনার আলোকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি জানান, প্রথমদিনের অভিযানে মানিকপুর মৌজার এএমবি-১ ও এএমবি-২ নামক ইটভাটায় অভিযানের সময় মালিকের কাছ থেকে অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র তলব করা হয়।

কিন্তু বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভাটা দুটিকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ কাগজপত্র উপজেলা প্রশাসনের কাছে জমা দিতেও নির্দেশ দেওয়া হয়। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দিতে ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে ভাটা দুটিতে ফের অভিযান এবং মালিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান দৈনিক আজাদীকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চকরিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহতভাবে চলবে।

পূর্ববর্তী নিবন্ধমাদকের সঙ্গে কোনো আপস নয়
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ইংরেজি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা