চকরিয়ায় দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

চকরিয়ায় দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এই সময় তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও ১১ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ীরা হলেন মো. মোসাদ্দেক (৩২) ও মো. নেজাম উদ্দিন (৩৮)

র‌্যাব৭ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে তারা স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করতো। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম কমল ভরিতে এক হাজার ১৬৬ টাকা
পরবর্তী নিবন্ধরাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে ভোট না দেওয়ার ব্যাখ্যা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়