চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় টেক্সিযাত্রী নিহত

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ামানিকপুর সড়কে ডাম্পার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত একটি টেঙি। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক যাত্রী। আহত হয়েছেন নারীসহ আরও তিনজন। আহতদের মধ্যে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুর একটার দিকে চকরিয়ার চিরিঙ্গামানিকপুর সড়কের নাড়কাটা ঝিরি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করেছে। নিহত অটোরিকশা যাত্রীর নাম মো. আবুল হাসেম (৫২)। তিনি সুরাজপুরমানিকপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মানিকপুর গ্রামের গুরা মিয়ার পুত্র। আহতরা হলেন নিহতের স্ত্রী ছৈয়দা খাতুন (৪৫), মানিকপুর বড়ুয়া পাড়ার বাসিন্দা অমল বড়ুয়া (৫০) কাজল বড়ুয়া (৩৮)। সুরাজপুরমানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে অমল বড়ুয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন। তন্মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। পুলিশ দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ডাম্পার চালককেও। এই ঘটনায় আইনগত পদক্ষেপ হিসেবে থানায় মামলা রুজু করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবে মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধবান্দরবানে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়