চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মারা গেছে স্কুলছাত্রী

প্রতিবাদে সড়কে ব্যারিকেড, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী আঞ্চলিক মহাসড়কে চায়না কোম্পানির ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে মাহিয়া জন্নাত জুলি (১৫) নামে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী। এ সময় আরো কয়েকজন আহত হয়। গতকাল সকালে সড়কের চকরিয়ার ইলিশিয়ার লালব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমণি গ্রামের মমতাজ আহমদের কন্যা এবং পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। এই তথ্য নিশ্চিত করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক টিটু সুশীল।


এদিকে চকরিয়া পৌরশহরমুখী ডাম্পারের ধাক্কায় টমটম যাত্রী স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠে শিক্ষার্থীসহ স্থানীয় জনতা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এছাড়া দুর্ঘটনার পর পরই ঘাতক ডাম্পার গাড়িটি সড়কে আড়াআড়ি অবস্থায় নিপতিত হয়। এতে আঞ্চলিক এই সড়কে প্রায় দুই ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

চকরিয়া থানার পুলিশ জানায়, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রেরণ করা হয়। এ সময় ক্রেন দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয় দুর্ঘটনায় পতিত ডাম্পার ও টমটমটি। এছাড়াও ব্যারিকেড তুলে নিলে প্রায় দুই ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। তবে দুই গাড়ির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন টাকার নোট পাওয়া যাবে কাল থেকে
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে আনারস বোঝাই জিপ উল্টে দুই শিক্ষার্থীর মৃত্যু