চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার রেল লাইনের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পুচ্ছালিয়া পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরুল আলম মুন্সি (৭০)। তার বাড়ি কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় বলে জানিয়েছেন স্থানীয়রা। বিএমচর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় সনাক্তের পর আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরিবারের সবাই থাকেন শহরে, গ্রামের বাড়িতে চুরি
পরবর্তী নিবন্ধপটিয়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার