চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

চকরিয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে গীতা বালা দাশ (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের কাছে ডুমখালী ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নারী একই ইউনিয়নের মালুমঘাট হাসিনা পাড়ার মৃত বাবুল দাশের স্ত্রী। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ওই নারী মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তিনি ঘর ছেড়ে এখানেওখানে ঘুরে বেড়াতেন। মঙ্গলবার দুপুরেও বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়ে পড়ে চলে আসেন রেল লাইনে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে গোলমরিচ চাষের আধুনিক কৌশল বিষয়ে প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসকের সাথে উত্তর ও দক্ষিণ জেলা জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ