কক্সবাজারের চকরিয়ায় ঝুঁকিপূর্ণ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক পথচারী। পরে একই ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন আরো চার টমটম যাত্রী। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার ভাঙারমুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম ফনিন্দ্র বিজয় বড়ুয়া (৬০)। তিনি ভাঙারমুখস্থ নিজপানখালী বড়ুয়া পাড়ার মৃত সতীশ মোহন বড়ুয়ার ছেলে। আহত টমটম যাত্রীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি সিমেন্ট বোঝাই ট্রাক গতকাল সোমবার সকাল ১০টার দিকে মহাসড়কের ভাঙারমুখ স্টেশনের বড়ুয়া পাড়া রাস্তার মাথার ঝুঁকিপূর্ণ বাঁকে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় পথচারী ফনিন্দ্র বিজয় বড়ুয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একইসাথে ট্রাকটি ধাক্কা দেয় মহাসড়কে চলাচলকারী একটি ইজিবাইককে। এতে ওই ইজিবাইকের চার যাত্রীও আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিরিঙ্গার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান বলেন, নিহত পথচারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুইটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। এদিকে দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়াসহ দুর্ঘটনাস্থল ভাঙারমুখের নিজপানখালী বড়ুয়া পাড়া সড়কের সংযোগস্থলে একটি গতিরোধক বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেছেন, মহাসড়কে ইজিবাইকের (টমটম) চলাচল অবাধ হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। তাই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না।