করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের জন্য চকরিয়ায় ‘শেখ হাসিনা ফ্রি অক্সিজেন সেবা’ চালু করেছে ছাত্রলীগ। এ সেবার আওতায় নির্দিষ্ট নম্বরে ফোন দিলেই রোগীর বাড়িতে বা হাসপাতালে অিক্িসজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল আনাচের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে চকরিয়া বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। এ সময় এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী, আবেদ রহমান তুর্য, ইফরাইম রাহাত রাফি, সৈকত পাল রিমু, সাইফুল ইসলাম, বিজয় দাশ, শিশির চৌধুরী, সুজয় দাশ, অনিক চৌধুরী, প্রভাত দেহসহ উপজেলার বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা আবদুল্লাহ আল আনাচ বলেন, দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর অক্সিজেন সংকটের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। তাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ভাইয়ের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম বলেন, ছাত্রলীগের এ উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। এতে সাধারণ মানুষের ধারণা পাল্টে যাবে। রোগী এবং স্বজনরা বুঝতে পারবে ছাত্রলীগ ভাল কাজে যুক্ত রয়েছে।