চকরিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ভাগ্নেকে পিটিয়ে হত্যা

নির্বাচন পরবর্তী সহিংসতা

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

চকরিয়ার বদরখালী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরে হোছাইন আরিফের ভাগ্নেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল রাত পৌনে ১১টায় গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) ১ নং ওয়ার্ড ঢেমুশিয়া পাড়ার মাস্টার আবুল মকসুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বদরখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (চশমা) হেফাজ সিকদারের একশ-দেড়শ সমর্থক রাত পৌনে ১১টার দিকে গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় হামলা চালায়। এ সময় তারা নৌকার প্রার্থী আরিফের ভাগ্নে গিয়াস উদ্দিনকে পিটিয়ে হত্যা করে।
চকরিয়া থানার ওসি মো. ওসমান গনি আজাদীকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযেমন হলো ভোট
পরবর্তী নিবন্ধবোলিংয়ে পাওয়া স্বস্তি উধাও ব্যাটিংয়ে