চকরিয়ায় মাতামুহুরী নদীর ভাঙনের শিকার হয়ে বসতি হারানো একটি পরিবার বনভূমিতে আশ্রয় নেওয়ায় স্থানীয় সংঘবদ্ধ চাঁদাবাজচক্র মোটা অংকের চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই তাণ্ডবের সময় বাড়িতে থাকা এক নারীর প্রতিও অশালীন আচরণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি গতকাল বুধবার বিকেলে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত করা হয়েছে ১৪ জনকে। এর আগে গত মঙ্গলবার দুপুরে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইসলামনগর মাদ্রাসা পাড়াস্থ সংরক্ষিত বনভূমিতে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম সারওয়ার জানান, এ ধরনের একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। সরজমিন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।