চকরিয়ায় রহস্যজনকভাবে মারা যাওয়া ফারসা মুবীন (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মৌলভীরচর গ্রামের ভাড়া বাসা থেকে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশটি পেকুয়ার মগনামা ইউনিয়নের বাসিন্দা কাঠমিস্ত্রি নাজেম উদ্দিনের স্ত্রী ফারসা মুবীনের। তিনি পেকুয়া সূর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গোয়াঁখালী গ্রামের মোহাম্মদ হোসেনের কন্যা। পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বছর আগে কাঠমিস্ত্রি নাজেম উদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ফারসা মুবীনের। এরপর বিয়ে হয় তাদের। সেই ঘরে কন্যা সন্তানও রয়েছে। কাজের সুবিধার্থে তারা চকরিয়া পৌরসভার মৌলভীর চরে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার বড় ভাই বিদেশ থেকে আসার খবর পেয়ে বাবার বাড়ি যান ফারসা মুবীন। এরপর রাতে স্বামীর ভাড়া বাসায় ফিরে আসেন ফারসা। কিন্তু সকালে স্থানীয় লোকজন জানতে পারে ফারসা ভাড়া বাসার চালার সঙ্গে ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কী কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে।