চকরিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৫০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। এর আগে গত শনিবার রাত একটার দিকে মহাসড়কের উত্তর হারবাং আজিজনগর স্টেশনস্থ দোহা ফুড নামে একটি দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন। তিনি বলেন, শনিবার রাত একটার দিকে আজিজনগর স্টেশনস্থ দোহা ফুড নামের একটি দোকানের সামনে দিয়ে পাকা সড়কের উপর কক্সবাজার থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি বেপরোয়া গতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের পাশে থাকা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দিয়ে চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।











