চকরিয়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

চকরিয়ায় গাছের মগডালে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে গিয়ে মারা গিয়েছেন এক যুবক। হতভাগ্য যুবকের নাম নুরুল আবচার (৩২)। তিনি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানিয়ার চর গ্রামের মৃত গোলাম কাদেরের পুত্র। আবচার ৬ বছরের এক ছেলে ও আড়াই বছরের এক কন্যা সন্তানের জনক।

বেলাল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, দৈনিক মজুরির ভিত্তিতে গত ১৩ জুলাই (রোববার) পার্শ্ববর্তী গ্রাম সিকদার পাড়ায় গাছ কাটতে যান আবচার। গাছে উঠে ডাল কাটার এক পর্যায়ে অসতর্কতাবশত হঠাৎ নিচে পড়ে যান। এতে মাথায় ও ঘাড়ে মারাত্মকভাবে আঘাত পেয়ে জ্ঞান হারান তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে আইসিওতে টানা ১০ দিন চিকিৎসা শেষে গতকাল ভোররাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়ভাবে জানা যায়, বাদে আসর বানিয়ার চর হামিউচ্ছুন্নাহ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে নুরুল আবচারের দাফন সম্পন্ন হয়েছে। তার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধমিরপুরে স্কুলের জেনারেটর রুমে আগুন