চকরিয়ায় কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি, জরিমানা

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি এবং অবৈধভাবে মৎস্য প্রকল্প তৈরির অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার উপকূলীয় ঢেমুশিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ আইন লঙ্ঘন করে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কৃষিজমি কেটে মাটির শ্রেণি পরিবর্তন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে বৃহস্পতিবার দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে মাটি কাটার সাথে জড়িত থাকার দায়ে মো. শওকত ওসমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন২০১০’ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে সেই জরিমানা আদায় করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত এক মাস ধরে উপকূলীয় এলাকায় একাধিক সিন্ডিকেট পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে কৃষিজমি ধ্বংস করলেও পরিবেশ অধিদপ্তর রহস্যজনকভাবে নীরব রয়েছে। এতে জড়িতরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই আবাদি জমির ক্ষতি হতে দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে মাতৃভাষায় বই পেল ২৭ হাজার পাহাড়ি শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু