চকরিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

বাসে তল্লাশি

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় হাইওয়ে থানা পুলিশ পূরবী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ইয়াবা ট্যাবলেট। এসময় গ্রেপ্তার করা হয় যাত্রীবেশে থাকা ইয়াবা কারবারি রোহিঙ্গা নাগরিককেও।

গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় গোপন সংবাদে অভিযান চালায় মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাকসুদ আহাম্মদের নেতৃত্বে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারি রোহিঙ্গার নাম মো. সেলিম উল্ল্যাহ (৪৩)। সে কঙবাজারের টেকনাফ উপজেলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত লোকমান হাকিমের ছেলে। মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাকসুদ আহাম্মদ জানানগোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কক্সবাজার ছেড়ে আসা পূরবী পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা ওই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার এবং তার শরীরে তল্লাশি করে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ভর্তি পাঁচটি প্যাকেট জব্দ করা হয়।

ঘটনায় চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার এক হাজার কৃষক পেল সার ও আমন বীজ
পরবর্তী নিবন্ধএনায়েত বাজার মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি