চকরিয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে র‌্যাব এ অভিযান চালায়। গতকাল দুপুরে কক্সবাজারে র‌্যাব১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব১৫ এর সহকারী পরিচালক ও জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক। গ্রেপ্তার ডাকাতচক্রের সদস্যরা হলেন ডাকাত দলের নেতা মো. তৈয়ব, হাবিবুর রহমান, মিজানুর রহমান ও মোশারফ হোসেন।

র‌্যাব কর্মকর্তা জামিলুল হক জানান, ২৯ জুলাই রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীলামাআলীকদম সড়কে বেতার শিল্পী জাফর আলমকে তার মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতি করে একদল ডাকাত। ওইদিন রাতে ডাকাতদল আরও কয়েকটি মোটরসাইকেল আরোহীকে সড়কে গতিরোধ করে ডাকাতি করে এবং তাদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বেতার শিল্পী জাফর চকরিয়া থানায় অভিযোগ করেন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে র‌্যাব ওই এলাকায় তদন্ত শুরু করে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের এই কর্মকর্তা জানান, রোববার রাতে র‌্যাব কঙবাজার ব্যাটালিয়নের একটি দল ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতা মো. তৈয়বকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে চারটি এলজি, দুটি রাম দা, সাতটি মোবাইল, এবং তিনটি মোটরসাইকেল।

জামিলুল আরও জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল রয়েছে যারা ফাঁসিয়াখালীলামা ও আলীকদম সড়ক এবং চকরিয়া বিশাল চিংড়ি ঘের এলাকায় ডাকাতি করে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে এই অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে চকরিয়া থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকমার্স কলেজ ছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপটিয়ায় ১১ জনকে কুপিয়ে জখম