কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের কঠোর নির্দেশনার পর চকরিয়া থানা পুলিশ ইউনিয়নে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সাঁড়াশি অভিযান জোরদার করেছে। বিশেষ করে কিশোর অপরাধ, ইভটিজিং, মাদক ও জুয়ার কারবার রোধকল্পে এই অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এলাকাভিত্তিক তথ্য নিয়ে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় এসব অপরাধ নির্মূলে পুলিশকে সক্রিয় ভূমিকায় দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। এতে সর্বসাধারণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। অপরদিকে অপরাধ কর্মকাণ্ডে জড়িতরা এলাকা ছাড়ার উপক্রম হয়েছে।
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি দৈনিক আজাদীকে বলেন, মাতামুহুরী তদন্ত কেন্দ্রের আওতাভুক্ত কোনাখালী, পূর্ব বড় ভেওলা ও বিএমচর ইউনিয়নের তিনটি বিট পুলিশের কার্যক্রম জোরদারকরণ এবং সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় সম্প্রতি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কঙবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান কঠোর নির্দেশনা দেন স্থানীয় থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশকে। তাঁরই নির্দেশনা মোতাবেক ইউনিয়নে ইউনিয়নে সামাজিক অপরাধ নির্মূলে অভিযান জোরদার করা হয়েছে। অভিযানের শুরুতে সফলতাও আসছে।