চকরিয়ায় অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ছড়াখাল থেকে আনুমানিক ৩২ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তরপাড়া এলাকার ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া থানা ও বদরখালী নৌপুলিশের সদস্যরা এবং স্থানীয় কয়েকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের ব্রিজের পশ্চিম পাশে ছড়াখালে ভাসমান অবস্থায় লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত যুবকের কাছ থেকে একটি বাটন মোবাইল ও সিম পাওয়া গেছে। পরনে ছিল শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট। পুলিশের ধারণা, প্রায় ৪৮ ঘণ্টা আগে যুবককে হত্যা করে মরদেহটি ছড়ার পানিতে ফেলে দেওয়া হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধহাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা
পরবর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে ছাত্রদের সজাগ ভূমিকা রাখতে হবে