কঙবাজারের চকরিয়ায় গত রোববার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার একটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হলেও বাকি ৯টির ফলাফল ঘোষণা করা হয় গতকাল। ১০ ইউনিয়নে বিজয়ী ও বিজিত চেয়ারম্যানরা হলেন, সাহারবিল ইউনিয়নে ৪৯৯১ ভোটে নির্বাচিত হয়েছেন নবী হোসাইন (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তৈয়ব (ঘোড়া) পেয়েছেন ৩১৪১ ভোট।
কৈয়ারবিলে ৩৭৫৭ ভোটে চেয়ারম্যান হয়েছেন বর্তমান চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজল উর রহমান চৌধুরী (চশমা) পেয়েছেন ৩৩১৩ ভোট। পশ্চিম বড় ভেওলায় ৩০০৭ ভোটে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী রবিউল এহেসান (আনারস) পেয়েছেন ২৩৮২ ভোট।
কোনাখালীতে ৩১৩১ ভোটে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদার (মোটরসাইকেল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল কাদের মানিক (লাঙল) পেয়েছেন ২৫১৭ ভোট। বিএমচরে আনারস প্রতীক নিয়ে ৫১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউল আলম (নৌকা) পেয়েছেন ৫০৩৮ ভোট।
ঢেমুশিয়ায় নৌকা প্রতীকে ২৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এস এম মঈন উদ্দিন আহমেদ চৌধরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে ১৬২৬ ভোট পেয়েছেন হোসনে মোবারক। পূর্ব বড় ভেওলায় নৌকা প্রতীকে ৬৬৫১ ভোট পেয়ে নির্বাচিত একমাত্র নারী প্রার্থী ফারহানা আফরীন মুন্না। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ৩৯৯৯ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির আনোয়ারুল আরিফ দুলাল।
বদরখালীতে নৌকা প্রতীকে ৫৭৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূরে হোছাইন আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু নাঈম মোহাম্মদ হেফাজ চশমা প্রতীকে পেয়েছেন ৪৪৮৫ ভোট। কাকারায় চশমা প্রতীকে ৫৯৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী শাহাব উদ্দীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে ৪৭১৬ ভোট পেয়েছেন শওকত ওসমান। লক্ষ্যারচরে ইভিএম পদ্ধতিতে নৌকা প্রতীকে ১৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকে ১৪৫৮ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় নূর মোহাম্মদ মানিক।












