চকরিয়ায় সংরক্ষিত বন থেকে গাছ কেটে নেওয়ার সময় বনবিভাগের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ বনবিভাগের লোকজনকে সাথে নিয়ে ওই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
গত রবিবার দিবাগত রাতে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের পাগলির বিল এলাকায় এই ঘটনা ঘটে। বনবিভাগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে- সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে নেওয়ার খবর পেয়ে সেখানে গেলে একদল বনদস্যু বনবিভাগের লোকজনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
এ সময় পাল্টা গুলি ছুঁড়ে বনবিভাগও। তবে স্থানীয় লোকজন দাবি করেছেন- বনবিভাগের সাথে সেখানে কোন গোলাগুলির ঘটনাই ঘটেনি।