চকরিয়ার পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২৪ পূর্বাহ্ণ

সরকারের মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চকরিয়ার পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের বহুতল একাডেমিক ভবন উদ্বোধন করা হয় গতকাল শনিবার। সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন। সংসদ সদস্য জাফর আলম বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার ইতোমধ্যে ৫৭ বছর পেরিয়েছে। তাছাড়া দেশ স্বাধীনের পর এখানে আওয়ামী লীগের কোনো এমপি না থাকায় বিদ্যালয়টিরও কোন উন্নয়ন হয়নি।

আমি এমপি নির্বাচিত হওয়ার পর এখানে চার তলা বিশিষ্ট একাডেমিক ভবন দিয়েছি। এবার যেহেতু খেলার মাঠের দাবি উঠেছে সেটাও আমি করে দেবো। এজন্য বিদ্যালয় পরিচালনা কমিটি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের যৌথ সমন্বয়ে বিদ্যালয়ের আশপাশে খেলার মাঠের জন্য জায়গা দেখার জন্য আমি নির্দেশ দিচ্ছি। এজন্য আমার পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে। নতুন একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু। বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া ইউএনও জেপি দেওয়ান, থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, লায়ন কমরুদ্দীন আহমদ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান, প্রধান শিক্ষক মনির আহমদ, নজরুল ইসলাম, নিয়াজুল ইসলাম বাদল প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধবছরের প্রথম জিএমএম করলো জেসিআই চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধসুবর্ণচরে হতদরিদ্রদের জন্য আরও ১১ ঘর প্রস্তুত