চকরিয়ার নুরুল হুদা হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৪:৪১ অপরাহ্ণ

চকরিয়ার বদরখালী ইউনিয়নের নুরুল হুদা (৪৫) খুনের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

তারা হলেন, আবু বক্কর সিদ্দিক, ইউনুছ হোসেন মানিক ও ইব্রাহীম মোস্তফা কাইয়ুম। আজ রোববার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন।

পুরো বিচার প্রক্রিয়ায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ট্রাইব্যুনালের পিপি আয়ুব খান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দণ্ডবিধির ৩০২ ধারায় তিনজনকে ফাঁসির আদেশ হয়েছে। এছাড়া অপর একটি ধারায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়েছে। তাদের সাথে সাহায়েত নামের একজনকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পিপি বলেন, এ মামলার শেফায়েত নামের একজনের অপরাধ প্রমানিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।

ট্রাইব্যুনাল সুত্র জানায়, ২০১৬ সালের ৩০ জুন নুরুল হুদাকে ভারী অস্ত্র দিয়ে খুন করা হয়। রাজাকার ডাকা নিয়ে ঘটে যাওয়া এ ঘটনায় নুরুল হুদার ছেলে শাহজাহান একটি মামলা করেন। এরই ধারাবাহিকতায় তদন্ত শেষ করে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। আদালত সেই চার্জশিট আমলে নিয়ে চার্জগঠন করে বিচার শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধকোর্ট হিলের চলাচলের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না: হাইকোর্ট
পরবর্তী নিবন্ধমিতুর বাবার নারাজি পিটিশন গ্রহণ করেনি আদালত