চকরিয়ার নিভৃতে-নিসর্গ পার্কে বিদ্যুৎ সংযোগ কাজে বাধা

হামলায় দুই কর্মচারী আহত

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৪:৫৪ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার সুরাজপুরমানিকপুর ইউনিয়নে অবস্থিত সরকারি পর্যটন জোন নিভৃতেনিসর্গ পার্কে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পৌরসভার দুই কর্মকর্তাকর্মচারী। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে পার্কের ভেতরে নিরাপত্তার কাজে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন চকরিয়া পৌরসভার সড়ক বাতি ও লাইটিং পরিদর্শক মো. রাজিফুল মোস্তফা (৪৫) ও বিদ্যুৎ লাইনম্যান মাহাবুব আলম (৪২)। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রশাসনের মালিকানাধীন সরকারি পর্যটন জোন নিভৃতেনিসর্গ পার্কে ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। সড়ক বাতি স্থাপনও উন্নয়ন কাজের একটি অংশ। বুধবার বিকেলে চকরিয়া পৌরসভার সড়ক বাতি পরিদর্শক রাজিফুল মোস্তফা এবং পৌরসভার বিদ্যুৎ লাইনম্যান মাহবুব আলম নিভৃতেনিসর্গ পার্কে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে পার্কের সড়ক বাতি লাগোনার কাজ শুরু করলে মারধরের শিকার হন।

আহত রাজিফুল মোস্তফা জানান, কাজ শুরুর পর পরই হঠাৎ করে ১৫/২০ জনের একদল নারীপুরুষ দখলবাজ লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে কিছু বুঝে উঠার আগে স্থানীয় পূর্ব সুরাজপুর ভিলেজারপাড়ার শহিদুল্লাহ মিয়াজীর ছেলে আবুল বশর এসে তাদের ওপর হামলা চালায়। এ সময় সড়ক বাতি লাগানোর কাজে বাধা দিয়ে তার মুখে কিলঘুষি মেরে ফুলা জখম করেন। ঘটনার সময় গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তাদেরকে উদ্ধারের চেষ্টা করেননি। বিষয়টি তাৎক্ষণিক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। তবে হামলার বিষয়ে অভিযুক্ত আবুল বশরের বক্তব্য নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সরকারি পর্যটন জোন নিভৃতেনিসর্গ পার্কে বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন কাজ করতে গিয়ে চকরিয়া পৌরসভার দুই কর্মচারী আহত হওয়ার বিষয়টি অবগত হয়েছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চকরিয়া থানার ওসিকে বলা হয়েছে। আহতরা চিকিৎসা শেষে হামলার ঘটনার বিষয়ে থানায় এজাহার জমা দেবেন।

পূর্ববর্তী নিবন্ধ৫ যাত্রীর কাছ থেকে সোয়া এক কোটি টাকার স্বর্ণ জব্দ
পরবর্তী নিবন্ধজাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা