চকরিয়ার দুর্ধর্ষ ডাকাত সর্দার শাহাব উদ্দিন গ্রেপ্তার

বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোনসহ উপকূলের ত্রাস, বহু মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দেশে তৈরি দুটি আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ধারালো অস্ত্রশস্ত্র। গতকাল রবিবার রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ধর্ষ এই ডাকাত সর্দারকে গ্রেপ্তার করতে একাধিক সোর্স নিয়োগ করা হয় এলাকায়। সেই সোর্সের দেওয়া গোপন খবরের ভিত্তিতে অবশেষে অস্ত্রগুলি ও ধারালো অস্ত্রশস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাকে।

এদিকে তার গ্রেপ্তারের খবরে পুরো চিংড়ি জোনের ঘের মালিক, আতঙ্কিত উপকূলীয় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গ্রেপ্তার শাহাব উদ্দিন উপকূলীয় বদরখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ভাদাউম্মা পাড়ার আবদুল করিমের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ গতরাতে দৈনিক আজাদীকে বলেন, সর্বশেষ আজ (গতকাল) বিকেলে তার হাতে গুলিবিদ্ধ হয় আপন ভাগ্নি। সেই দুর্ধর্ষ ডাকাত সর্দারকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার