চকরিয়ার কাটাখালী খালে ডুবে শ্রমিকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় নৌকার কাজ করতে গিয়ে কাটাখালী খালে ডুবে মো. ইছহাক (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ইছহাক উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো. হোসেনের পুত্র।

ডুলাহাজারা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য হাজি আবু সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাটাখালী হাফেজখানার পশ্চিম পাশে কাটাখালী খালে একটি নৌকার কাজ করছিলেন ইছহাক।

এ সময় তিনি নৌকার নোঙর ঠিক করতে খালে নামলে স্রোতে পড়ে নিখোঁজ হন। প্রায় দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধবিপন্ন পরিবেশ রক্ষায় তথ্যবহুল প্রচারণা হতে পারে বড় মাপের সেবা কর্মসূচি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের চিকিৎসা সেবা