চকরিয়া-মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ

কিশোরীকে গণধর্ষণ

চকরিয়া ও মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

চকরিয়ামহেশখালী সংযোগ সেতুর বদরখালী প্রান্তের স্টেশন থেকে অপহরণ করে পার্শ্ববর্তী উপকূলীয় প্যারাবনে নিয়ে গিয়ে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চকরিয়া ও মহেশখালীর বিভিন্নস্থানে মানববন্ধন করেছে সচেতন মহল। গতকাল মঙ্গলবার বিকেলে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার মাঠে ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি একলাব’র মাহবুবুর রহমান ভূঁইয়া, কেয়ার বাংলাদেশ’র মো. সাহাব উদ্দিন, সুজনের বদরুন নাহার কলি, টিআইবির শেখ মো. ওবায়দুর রহমান, ব্রেকিং দ্য সাইলেন্স’র মিফতা বিনতে ইউসুফ, জিজেডি ব্র্যাক’র মো. রফিকুল ইসলাম, সোশ্যাল এন্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রামের মো. সাইফুল ইসলাম, আনন্দ থেকে ক্ল্যাসিটা ক্লারা রোজারিও।

মহেশখালী : ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহেশখালীর বিভিন্নস্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড় মহেশখালীতে মহেশখালী আইল্যান্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, উপজেলা পরিষদের সামনে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং মাতারবাড়িতে স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এছাড়া চকরিয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থল বদরখালী বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর গশ্চি তালিমুল কোরআন মহিলা মাদ্রসার উদ্বোধন
পরবর্তী নিবন্ধভাটিয়ারী হাজ্বী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী