চকরিয়া-পেকুয়ায় চিকিৎসা সহায়তা পেলেন আরও ৩০ হতদরিদ্র

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নতুন করে ২৭ লাখ টাকার আর্থিক বরাদ্দ পেয়েছেন কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার পক্ষাঘাতগ্রস্ত ও বিভিন্ন দুরারোগে আক্রান্ত আরও ৩০ জন নারীপুরুষ। চকরিয়া পৌরশহরের চিরিঙ্গার জনতা টাওয়ারস্থ পৌরসভা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপকারভোগীদের মাঝে গত বৃহস্পতিবার রাতে এসব হস্তান্তর করেন এমপি জাফর আলম।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছৈয়দ আলম, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর রেজাউল করিম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি বশির আলম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু।

এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, জাফর আলম নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হওয়ার পর তার একান্ত প্রচেষ্টায় চকরিয়া ও পেকুয়ার প্রত্যন্ত এলাকার এই পর্যন্ত প্রায় সাত শতাধিক বিপন্ন রোগী, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় সাড়ে ৬ কোটি টাকার বেশি অনুদান পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই তালিকায় এবার নতুন করে যোগ হয়েছে আরও ৩০ জন বিপন্ন রোগী। তদ্মধ্যে বীর মুক্তিযোদ্ধাসহ ৮ জন বিশেষ ব্যক্তি ২ লাখ টাকা করে ১৬ লাখ টাকা এবং ডুলাহাজারা ইউনিয়নের ২২ জন পেয়েছেন ৫০ হাজার করে ১১ লাখ টাকার চিকিৎসা সহায়তা।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরু-মহিষ জব্দ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সরকার অসহায়দের পাশে ছিল, থাকবে : পার্বত্য মন্ত্রী