চকরিয়া-পেকুয়ায় আরও ৬৫ ব্যক্তি পেলেন চিকিৎসা সহায়তা

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নতুন করে ৩৩ লাখ ৪০ হাজার আর্থিক বরাদ্দ পেয়েছেন কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার পক্ষাঘাতগ্রস্ত ও বিভিন্ন দূরারোগে আক্রান্ত আরও ৬৫ জন নারীপুরুষ। গতকাল শুক্রবার দুপুরে উপকারভোগীদের মাঝে চেক হস্তান্তর করেন কক্সবাজার১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, সহসভাপতি ছৈয়দ আলম, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমুখ। এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, জাফর আলম নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হওয়ার পর তার একান্ত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চকরিয়া ও পেকুয়ার প্রত্যন্ত এলাকায় এই পর্যন্ত প্রায় সাত শতাধিক ব্যক্তি চিকিৎসা সহায়তা হিসেবে ৬ কোটি টাকার বেশি অনুদান পেয়েছেন। সেই তালিকায় এবার নতুন করে যোগ হয়েছে আরও ৬৫ জন বিপন্ন রোগী।

পূর্ববর্তী নিবন্ধ১২নং সরাইপাড়া ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে