চকরিয়া থানার সাঁড়াশি অভিযানে গত সাড়ে তিন মাসে সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলার এজাহারনামীয় আসামি ১২ ডাকাতসহ পরোয়ানাভুক্ত ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদ্মধ্যে ২২ জন পেশাদার ডাকাত, ১৪ জন মাদক কারবারি, মলম পার্টির তিন সদস্যসহ বিভিন্ন অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত ২৮ জন আসামিও রয়েছে। এইসময়ে উদ্ধার করা হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ১৭ রাউন্ড গুলি, ডাকাতি হওয়া একটি পিকআপ, ৫২টি টমটম ব্যাটারি, ৪ হাজার ৩৯৫ পিস ইয়াবা, ৪৪ কেজি গাঁজা ও ২৭ লিটার চোলাই মদ। এছাড়াও উদ্ধার করা হয়েছে চোরাইকৃত একাধিক গরু, আটটি ছাগল ও আটটি বেহিন্দি জাল।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে রয়েছে ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে সশস্ত্র ডাকাত–সন্ত্রাসীদের হাতে খুন হওয়া আলোচিত সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলার এজাহারনামীয় ১২ আসামি, ঢেমুশিয়া ইউনিয়নের জাকের হোছন হত্যা মামলার ২ আসামি, কৈয়ারবিল ইউনিয়নের মো. আয়ুব হত্যা মামলার ১ আসামি এবং খুটাখালী ইউনিয়নের টমটম গ্যারেজে ডাকাতির মামলার ৩ আসামি।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, দেশে রাজনৈতিক পট–পরিবর্তনের পর ৫ আগস্ট পরবর্তী এলাকার আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হয়। এতে গত সাড়ে তিন মাসে অপরাধ ও অপরাধী নিয়ন্ত্রণে সোচ্চার ভূমিকায় অবতীর্ণ থেকে অস্ত্র, গুলি, মাদক কারবার রোধে ব্যাপক তৎপরতায় সফলতাও এসেছে। আগামীতেও চকরিয়ার আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ভূমিকা অগ্রগণ্য থাকবে।