চকরিয়ায় ২০১৪৫ পরিবার পাচ্ছে টিসিবির ভোগ্যপণ্য

প্রথম দিনেই দীর্ঘ লাইন

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় টিসিবির মাধ্যমে নিত্য ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত প্রতি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫৪০ টাকায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি করে চাল দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার বিজয় মঞ্চ মাঠে টিসিবির পণ্যবোঝাই ট্রাকের সামনে উপকারভোগী পরিবারের সদস্যদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এসব ভোগ্যপণ্য নিতে দেখা গেছে।

এর আগে চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্বোধন এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের উপস্থিতিতে টিসিবির ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়। এ সময় টিসিবির ডিলার নিউ জুবাইর স্টোরের মালিক সাজ্জাদ হোসেন ও নিউ আবদুল্লাহ সন্সের মালিক ওয়াহিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

৫৪০ টাকায় চার রকমের ভোগ্যপণ্য পেয়ে মহাখুশি ষাটোর্ধ্ব রহমত উল্লাহসহ উপকারভোগীরা। লাইনে দাঁড়িয়ে ফ্যামিলি কার্ড দেখিয়ে প্রযুক্তিগত কিছু নিয়মকানুন মেনে এসব ভোগ্যপণ্য পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। এ সময় তারা বলেন, এত অল্প টাকা দিয়ে চার পদের ১০ কেজি ভোগ্যপণ্য সামগ্রী পাওয়াটা বেশ আনন্দের। কারণ এসব পণ্য খুচরা বাজার থেকে কিনতে গেলে হাজার টাকা লাগতো।

টিসিবির নিয়োগকৃত ডিলারের মালিক সাজ্জাদ হোসেন এবং ওয়াহিদুর রহমান বলেন, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির এসব পণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকবে। প্রথমদিনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৩২৮টি দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নে ইউনিয়নেও এই কার্যক্রম চলমান থাকবে।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান দৈনিক আজাদীকে বলেন, উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার জন্য ২০ হাজার ১৪৫টি পরিবারকে টিসিবির পণ্য বিক্রির জন্য উপকারভোগী নির্বাচিত করে ফ্যামিলি কার্ড দিয়েছে। এসব পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিপিসির তেল পরিবহনে বিরাট সিন্ডিকেট
পরবর্তী নিবন্ধআসামির তথ্যে টিনের চালে মিলল দেশীয় এলজি