চকরিয়ায় ২দিনব্যাপী সাহিত্য ও বই মেলার উদ্বোধন

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চকরিয়ায় চলছে ২দিনব্যাপী সাহিত্য মেলা ও বই মেলা। গতকাল শনিবার ১ম দিন মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ২দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ও বই মেলা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। প্রধান বক্তা ছিলেন জাতিসত্ত্বার কবি বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা। উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেন হ্লা। মেলায় চকরিয়ার অন্তত ১০টি লাইব্রেরী স্ব স্ব স্টল নিয়ে বসেন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দও অংশগ্রহণ করে।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। তিনি বলেন, ‘আবহমান বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে ধারণ, লালন, সংরক্ষণ ও বিকাশের প্রয়াসে উপজেলার তৃণমূল পর্যায়ে কবিসাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে ২ দিনব্যাপী সাহিত্য মেলার আয়োজন করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে ইনসানিয়াত বিপ্লবের পথসভা
পরবর্তী নিবন্ধবন্যাদুর্গতদের মাঝে লেডিস ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ