চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লেগুনার এক যাত্রী গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যায়। এর আগে গতকাল রবিবার সকাল ৯টার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলাস্থ চিরিঙ্গা খাদ্য গুদাম কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত লেগুনা যাত্রীর নাম লিপন ধর রাজীব (৩৭)। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধরপাড়ার সুনীল ধরের পুত্র।











