কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডে আলিফ ইলেকট্রনিক ও হার্ডওয়ার নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
দোকান মালিক মো. রিয়াজ উদ্দিন বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান দুটি বন্ধ করে বাড়ি ফিরি। কিন্তু রাত দেড়টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত এসে দেখি সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুই দোকানসহ ভেতরে রক্ষিত অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে গেছি।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।