চকরিয়ায় রুদ্রপল্লীতে ডাকাতি, নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় একটি একান্নবর্তী পরিবারে ডাকাতির ঘটনা ঘটেছে। অন্তত ১৫ সদস্যের সশস্ত্র ডাকাতদল একযোগে হানা দিয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে দুই নারী ও তিন পুরুষ সদস্য গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার ভোররাতে উপজেলার কাকারা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের রুদ্রপল্লীর প্রয়াত হরিদাস রুদ্র মহাজনের একান্নবর্তী বাড়িতে এই ডাকাতির ঘটনাটি ঘটে। এ সময় সশস্ত্র ডাকাতরা পুরো বাড়ির প্রতি কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থানে রক্ষিত দেড় ভরি স্বর্ণালঙ্কার, ৬ ভরি রূপা, নগদ ১ লাখ ৩১ হাজার টাকা, কয়েকটি দামি মোবাইল সেট, বিকাশে থাকা প্রায় ৭৭ হাজার টাকা, জায়গাজমির দলিল, এনআইডি কার্ড, কাপড়চোপড়সহ অন্তত ১০ লক্ষাধিক টাকা সমমূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় ১৫ সদস্যের মুখোশ পরিহিত ডাকাতদলের সদস্যরা টিআরএক্স গাড়িসহ তিনটি প্রাইভেট গাড়ি ও একটি মোটরসাইকেলযোগে আসে ওই বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে। তাদের বহনকারী গাড়িগুলো নিরাপদ দূরত্বে রেখে ডাকাতির এই অপারেশন চালায় হরিদাস রুদ্র মহাজনের বাড়িতে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি ও ধারালো অস্ত্র (তলোয়ার) দিয়ে এলোপাতাড়ি কোপালে গুরুতর আহত হন প্রয়াত হরিদাস রুদ্র মহাজনের দুই পুত্র শিবাশীষ রুদ্র (৬০) ও প্রিয়াশীষ রুদ্র (৫৫), দুই পুত্রবধূ কাজলী রুদ্র (৫০) ও কবরী রুদ্র (৪৫) এবং প্রণয় রুদ্র (২৫)

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম আজাদীকে বলেন, কাকারা রুদ্রপল্লীর হিন্দু পরিবারে ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে মামলা নেওয়া সংক্রান্ত পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক অ্যাম্বাসেডর সাকিবের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
পরবর্তী নিবন্ধচবির চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি, অনশনে ৯ শিক্ষার্থী