কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মেধাবী ২০ জন শিক্ষার্থীকে ‘সুমাইয়া শিক্ষা বৃত্তি-২০২৪’ প্রদান করা হয়েছে।
বৃত্তি হিসেবে সপ্তম থেকে দশম শ্রেণীর ৫ জন করে ২০ শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ২৪০০ টাকা এবং সনদপত্র প্রদান করা হয়।
এই উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী ফয়সাল প্রমুখ। এতে কৃতী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
সুমাইয়া ইসলাম পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।