চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২ জুন, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের পূর্বদিকে লামার ফাইতংয়ে ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে মারা গেছেন ফাহিম নামের টগবগে এক যুবক।

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের অপর এক সহযোগির ডাকে সাড়া দিয়ে শনিবার (০১ জুন) সন্ধ্যার দিকে বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে কাজ করতে যান ওই যুবক। তবে কাজ করার সময় এদিন রাত এগারটার দিকে অসতর্কাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মারা যাওয়া যুবকের নাম ফাহিম ইসলাম (২২)। তিনি চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দ্বীপকূল গ্রামের নুরুল ইসলামের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বড় ভাই প্রবাসী সাইফ মোহাম্মদ ফারুক জানান- মারা যাওয়া ফাহিম মূলত একজন কাঁচামালের ব্যবসায়ি। পাশাপাশি বিদ্যুতের ওয়ারিংয়ের কাজও করে থাকেন। স্থানীয় এক ইলেকট্রিক মেস্ত্রীর ডাকে সাড়া দিয়ে ফাহিম পাশ্ববর্তী ফাইতং এলাকায় একটি প্রতিষ্ঠানে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করতে যান শনিবার সন্ধ্যায়।

সেখানে অসতর্কাবশত বিদ্যুতায়িত হয়ে মারা যায় ফাহিম। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মক্কী ইকবাল হোসেন জানান- টগবগে যুবক ফাহিমের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সাথে নব নির্বাচিত চসিক চালক ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধচাঁদে অবতরণ করেছে চীনের মহাকাশযান