কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে জিহাদুল ইসলাম রাজা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বুধবার ইফতার পরবর্তী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজীর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই পাড়ার ডেকোরেশন ব্যবসায়ী ওসমান গণির পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, জিহাদুল ইসলাম পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত ৫ আগস্ট চকরিয়ার রাজপথে সক্রিয় অংশগ্রহণকারী (জুলাই যোদ্ধা) ছিল।
এ ব্যাপারে চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুস শফি বলেন, নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে জিহাদুল ইসলাম রাজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।